ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
নলছিটি প্রতিনিধিঃ
এক সপ্তাহ ধরে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার মগড় সংলগ্ন সুগন্ধা নদীর তীরে ডুবোচরে আটকে আছে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনা গামী লঞ্চ এমভি অথৈ-২। গত রবিবার(৮জানুয়ারী) ঢাকা বরগুনাগামী নিয়মিত লঞ্চ পূবালী -১ যান্ত্রিক ত্রæটি কারণে তাদের নির্ধারিত ট্রিপ বাতিল করলে সেখানে প্রক্সি ট্রিপ দিতে এসেছিল এমভি অথৈ-২। ঘনকুয়াশা ও নতুন রুটে চলার অভিজ্ঞতা না থাকায় দুই শতাধিক যাত্রীসহ ঐদিন রাতেই লঞ্চটি ডুবে চরে আটকে যায়। লঞ্চের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, আমাদের কর্তৃপক্ষ লঞ্চটি উদ্ধারের চেষ্টা করছে তবে পানি কম থাকায় সেটা সম্ভব হচেছ না। তাই সামনে পূর্ন জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে আমাদের এখানে ৩০জন ষ্টাফ রয়েছে। আমরা স্থানীয় বাজার থেকে আমাদের নিজেদের জন্য খাবার সংগ্রহ করছি এবং লঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবি মাসুদ আহমেদ জানান, নদীর এই দিকটায় বর্তমানে অসংখ্য ডুবোচর রয়েছে যারা এই রুটে অনিয়মিত বা নতুন তাদের জন্য এই মৌসুমে নদীতে চলাচল খুবই ঝুকিপূর্ন হবে। এই গুরুত্বপূর্ন নৌরুটটি নিরাপদ রাখতে কর্তৃপক্ষকে নদীর কিছু কিছু জায়গায় ড্রেজিং করা উচিত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST