বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত।

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

আজ ২১ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা রয়া ত্রিপুরা, সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত এনডিস বরিশাল কামরুন্নাহার তামান্না, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হোসাইন আহাম্মেদ, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ পরিচালক জেলা তথ্য অফিসার বরিশাল মোঃ রিয়াদুল ইসলান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ১০ উপজেলা জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest