ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধি॥ শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজিও)। প্রতিষ্ঠানটি গত ১লা এপ্রিল ২০২৩ তারিখে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। এই লক্ষে জেলা শাখা অফিসের মাধ্যমে গাছের সংখ্যা ৫০টি বৃক্ষরোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
এই সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এছাড়াও শক্তি ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিলেন আইটি ডিপার্টমেন্টর প্রধান মো: জিল্লুর রহমান, জোনাল হেড মো: জহিরুল ইসলাম, রিজিওনাল হেড এসএম শরিফুল হাসান । এ এস বি এম এম এফ ও অন্যান্য কর্মীগণ।
১৯৯২ইং সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
৩১ তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিনইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০টিবৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে এক দিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST