ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার সরমহল এলাকায় ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুয়িন(০৭)। সে তার বাবা ও মায়ের সাথে মামা বাড়ী বেড়াতে এসেছিল।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান,সরমহলের বাসিন্দা কবির মল্লিকের বাসায় তার বোন ও ভাগিনা গতকাল বেড়াতে আসেন। শনিবার সকালে শিশু মুয়িনকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুজির পর বাড়ীর পাশে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন।
পরিবারের লোকজন তাকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুর বাবা মাইনুল ইসলাম রাজাপুরে উপজেলার উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা রাজাপুর সদরের বাসিন্দা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST