ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার(৩জুন) সকালে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

জানা গেছে, জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা আব্বাস আলী হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার(১৩) শনিবার(৩জুন) সকালে স্থানীয় ফুটবল মাঠে খেলার সময় বুকে বল এসে পড়লে সে অসুস্থ হয়ে পরে। এসময় অন্যান্য খেলোয়াড় ও স্থানীয়রা তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হাওলাদারের পিতা আব্বাস আলী হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী।

স্থানীয় বাসিন্দা তুহিন মিত্র জানান,নিহত নাজমুল হাওলাদার ছোট বেলা থেকেই শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সুচিকিৎসা পাননি।

নলছিটি থানার ওসি(তদন্ত) রমনি কুমার মিস্ত্রি জানান,এই বিষয়ে আমাদের কেউ এখনো কিছু জানায়নি । জানালে পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest