নলছিটিতে অনামিকা নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩

নলছিটিতে অনামিকা নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি।

নলছিটিতে অনামিকা আক্তার নামে এককলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে।
জানা গেছে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামের মো: অলি ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে অনামিকা আক্তার (আদুরি) নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে বলে জানা গেছে।
এ ব্যাপারে ওই বাড়ির লোকজন জানান দুপুরের দিকে মোবাইলে কারো সাথে উচ্চস্বরে কথা বলছিলো। এরপর দুপুরের খাবার না খেয়েই নিজ রুমের দরজা বন্ধ করে। রাত হয়ে গেলেও দরজা না খোলায় তারা থানা পুলিশকে খবর দেয়। ওই বাড়ির লোক বলেন মেয়েটি মায়ের সাথে অভিমান করেই হয়তো আত্মহত্যা করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: আতাউর রহমান জানান খবর পাওয়ার পর পরই তিনি ঘটনাস্থলে গেছেন। পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলে থাকা কলেজ ছাত্রীটিকে উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
মৃত অনামিকা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest