ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠির জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত । শুক্রবার সকাল দশটায় সময় ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে আগামী ২৪ জুন বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দফা দাবীতে সংগঠনের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ জহিরুল ইসলাম সুমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সভায় সভাপতিত্ব করেন মোঃ শামীম তালুকদার, আহ্বায়ক, জেলা যুবদল, ঝালকাঠি।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। চরম মুদ্রাস্ফীতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে অর্ধাহারে ও অনাহারে মানুষের দিন কাটছে। সভায় আগামী ২৪ জুনের বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশে জনসাধারণের ব্যাপক উপস্থিতির লক্ষ্যে আগামী ১৭ জুন হতে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ দিয়ে চলাচলকারী মানুষের মাঝে ১১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST