ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে জরিমানা

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদরের তারুলী বাজার এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার সকালে ১৩,৫০০ টাকা জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি চৌকস টিম এবং কৃষি বিপনন অধিদপ্তর, ঝালকাঠি এর মাঠ ও বাজার পরিদর্শক আব্দুল মতিন। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest