ঝালকাঠিতে শেখ হাসিনার পদত্যাগ ও লক্ষীপুরে কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে শোক র‍্যালি

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

ঝালকাঠিতে শেখ হাসিনার পদত্যাগ ও লক্ষীপুরে কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে শোক র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে ও লক্ষীপুর বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে পুলিশ ও আওয়ামীলীগের যৌথ হামলায় শাহাদাৎবরণকারী কৃষকদল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৫টায় ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু করে সাধনার মোড় হয়ে পোস্ট অফিস রোডে র‌্যালিটি আসলে পুলিশ বাঁধার সম্মুখীন হয়।
এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মো: শাহাদাৎ হোসেন ও জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন।
বক্তারা বলেন, “শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে ও লক্ষীপুর বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলায় শাহাদাৎবরণকারী কৃষকদল নেতা সজিব হোসেন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি’র কার্যালয় হতে শান্তিপূর্ণ শোক র‌্যালি বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest