ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩
মিলন কান্তি দাস,
নলছিটি,ঝালকাঠি
সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঝালকাঠির নলছিটিতেও ইতিমধ্যেই বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে। পৌর এলাকার বিভিন্ন ড্রেন ও এডিস মশার লাভা জন্ম নিতে পারে সে সকল জায়গায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো শুরু করা হয়েছে।
২৩ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে পৌর কতৃপক্ষ এ কার্যক্রম শুরু করেন।
ফগার মেশিন দিয়ে পৌরসভা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানোর কাজ শুরু করেছে কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মীর বহর,পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল,ফিরোজ আলম খান,আবদুল্লাহ আল মামুন,দিলরুবা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মীর বহর বলেণ,নলছিটিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারনে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। আজ থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST