ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: শহিদুল ইসলাম। সোমবার (১১ ডিসেম্বর) অপরাহ্নে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সদর থানায় তিনি যোগদান করেন।পরবর্তীতে নিজ কর্মস্থলে গেলে থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরআগে তিনি কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। জানা যায়, ২০০৭ সালে উপ-পুলিশ পরিদর্শক হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বরিশাল বিমান বন্দর থানার বক্সির চর গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারের মৃত আ: হাই রারী ও ফরিদ বেগমের সুযোগ্য সন্তান। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে বোটানী বিষয়ে তিনি কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। স্কুল জীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও চৌকস শিক্ষার্থী ছিলেন। চাকুরী জীবনেও তিনি সততা, দক্ষতা, মেধা ও প্রজ্ঞার সহিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীতে সুনাম অর্জন করেছেন।
মো: শহিদুল ইসলাম(ওসি) সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর আছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST