বিজয় দিবসে নলছিটি উপজেলার আলোকসজ্জা মন কেড়েছে সবার

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

বিজয় দিবসে নলছিটি উপজেলার আলোকসজ্জা মন কেড়েছে সবার

নলছিটি প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি উপজেলার বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এর মধ্যে নলছিটি উপজেলা পরিষদ নতুন ও পুরাতন ভবনের মনোরম আলোকসজ্জা মন কেড়েছে উপজেলাবাসীর। প্রশংসায় ভাসছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজয় দিবস উদযাপনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার আলোকসজ্জার রাতের স্থির চিত্র অনেকেই শেয়ার করছেন। কেউ কেউ নলছিটিতে এ ধরনের আয়োজন এই প্রথম বলে মন্তব্য করছেন।

সাংস্কৃতিক কর্মী শাহিন আহমেদ বলেন,এবারের আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আয়োজকদাতারা তাদের সেরাটা উপহার দিয়েছেন। তাদের জন্য শুভকামনা রইলো

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, নলছিটি উপজেলাবাসীকে একটি স্মরণীয় বিজয় দিবস উপহার দিতে তাদের সাথে নিয়ে এ আয়োজন করা হয়েছে। এই কৃতিত্ব অবশ্যই উপজেলাবাসীর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest