ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
নলছিটি প্রতিনিধি:
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা শাহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এলিট ফোর্স র্যাব এর সহায়তা নলছিটি থানার এএসআই মো. আওলাদ হোসেন ও এএসআই মো. জসিমউদদীনের নেতৃত্বে একটি টীম রাজধানী ঢাকার উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করে।
মো. শাহিন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে। সে একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত কতৃক রায় ঘোষণার পরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.মুরাদ আলী জানান,শাহিন মোল্লাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST