ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানার নেতৃত্বে প্রভাত ফেরীতে নেতাকর্মীদের ঢল নামে।এর আগে উপজলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত প্রভাত ফেরীতে অংশ গ্রহন করেন,সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, উপজলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সুমন খান বাবু, জিবিজি কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভুটান সহ ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী সহ সর্ব স্তরের হাজার হাজার মানুষের সমাগম হয়।এর আগে ভোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক সাংসদ রানা।এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। সাবেক সাংসদ রানা বলেন,ভাষা আন্দোলনে শহীদদের অবদান আমরা কখনোই ভুলতে পারিনা।মুলত তারাই বাঙালীর অন্তরে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের বীজ বপন করেছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST