নেত্রকোনায় মুজিববর্ষে বঙ্গবন্ধু পাঠাগার শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

নেত্রকোনায় মুজিববর্ষে বঙ্গবন্ধু পাঠাগার শুভ উদ্বোধন
রিফাত আহমেদ রাসেল,(নেত্রকোনা) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় লালিত তারুণ্যের অগ্রযাত্রায় মুজিববর্ষে নিবেদিত ” বঙ্গবন্ধু পাঠাগার ” নামে নেত্রকোণার কলমাকান্দায় শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিন টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রোডে ” মজুমদার ভবনে ‘ নিজস্ব অর্থায়নে ” নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন ” এ প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু পাঠাগার শুভ উদ্বোধন করেন – নেত্রকোণা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শিক্ষক পলাশ কান্তি বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. নুরুল ইসলাম, ওসি মো. মাজহারুল করিম, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু প্রমূখ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের , দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মাসুদ কবির। লেখক ও কলামিস্ট রাজ্জাক আহম্মেদ রাজু সভাপতি এবং শিক্ষক পলাশ কান্তি বিশ্বাস কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগারের ১৫ বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এসময় উপজেলার লেখক ও কবি, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest