নেত্রকোনায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

নেত্রকোনায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামের প্রায় দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাজিরপুর ইউপির হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের সাইদ মিয়ার ছেলে। শিশুটির চাচা জুয়েল মিয়া জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে তার যমজ ভাইকে নিয়ে খেলা করছিল। এ সময় খেলতে খেলতে সবার অজান্তে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তানজিয়া তামান্না মৃত ঘোষণা করেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest