লক্ষ্মীপুরে হামছাদি ইউপিতে ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

লক্ষ্মীপুরে হামছাদি ইউপিতে ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ
শাহে ইমরান, লক্ষীপুর প্রতিনিধি : বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুর উত্তর হামছাদী ইউপি ছাত্রদল। মহামারির কারনে রাষ্ট্রীয়ভাবে দেশে লগ ডাউন করা হয়েছে। সমাজের হতদরিদ্র ও দিনমজুর যারা রয়েছেন লগডাউনের কারনে তাদের পরবিারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সমাজের এই হতদরিদ্র ও দিনমজুরের কথা চিন্তা করে এক মানবিকতার পরিচয় দিয়েছেন ১নং উত্তর হামছাদী ইউপি ছাত্রদল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশক্রমে উওর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মন্জুর রহমান ভূঁইয়ার পরামর্শে বর্তমান ইউপি ছাত্রদলের সভাপতি মারুফ আহমেদ ও সহ-সভাপতি শামছুর আলম হতদরিদ্র কর্মীহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাবেক ছাত্রদল সভাপতি মঞ্জুর ভূঁইয়া বলেন, মহামারী করার কারণে বহু লোক কর্মহীন হয়ে পড়েছে তাই তাদের কথা চিন্তা করে কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছি। যতদিন এই মহামারি ভাইরাসটি থাকে আমাদের একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা কেননা আমার দেশবাঁচলে,আমার জেলা বাঁচবে,আর জেলা বাঁচলে,আমার থানা বাঁচবে,থানা বাঁচলে আমার এলাকা বাঁচবে,আমার এলাকা বাঁচলে আমি বাঁচবো। দেশের এই ক্রান্তিকালে বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest