নোয়াখালীতে একুশে পরিবহনের বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত!!

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

নোয়াখালীতে একুশে পরিবহনের বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত!!

এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একুশে পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার ১৭নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আপানিয়া নামক স্থানে ইন্ট্রামেক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নাজিপুর গ্রামের টিপু, জাবেদ হোসেন ও আলীপুরের হারুন। এ ঘটনায় মাসুদ নামে একজন আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের সাথে সোনাইমুড়ী বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest