নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ৩, ২০২০

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে তনিমা ইসলাম প্রকাশ সামিয়া (১২) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় সামিয়া। সামিয়া ছমির মুন্সিরহাট আয়েশা ছিদ্দিকা (রাঃ) মাদ্রাসার ছাত্রী। খবর পেয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. নির্ণয় পাল ও স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হকের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীরা মইজদীপুর গ্রামের মেহের আলী ব্যাপারী বাড়ীতে গিয়ে মৃত ছাত্রী, তার মা তাসলিমা আক্তার ও নানী বিবি আয়েশার নমুনা সংগ্রহ করেছেন। এ সময় সেনবাগ থানার এসআই গৌর সাহা ও নাজমুল হোসেন ওই বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান। মৃত মাদ্রাসা ছাত্রীর মামা বাহার উল্লাহ জানান, সামিয়ার বাবার বাড়ী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে। সে ওই গ্রামের ছায়েদুল হক মেম্বারের বাড়ির ওমান প্রবাসী শহিদ উল্লাহ মেয়ে। সামিয়া ছমির মুন্সির হাট আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসায় আবাসিক ছাএী হিসেবে ৭ম শ্রেণীতে অধ্যায়ন করতো। গত ২৬ মার্চ লকডাউন ঘোষণার পর মাদরাসা ছুটি হলে সে তার মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে এবং রোববার সকালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে সামিয়া মারা যায়। দুপুরে সেনবাগ উপজেলা প্রশাসক কর্তৃক প্রশিক্ষিত একটি দল মেয়েটির মরদেহ জানাজা শেষে লাশ নানার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest