নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে মো. সোহেল (২৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যবিভাগ।
৫ এপ্রিল মঙ্গলবার দুপুরের সময় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হচ্ছেন, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামের নতুন মোল্লা বাড়ীর শাহজাহানের ছেলে সোহেল (২৫)।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, উপজেলার চিলাদি গ্রামের সোহেল গত কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। এরপর থেকে সে বাড়ীতে ছিল। স্থানীয়দের জানায়, মঙ্গলবার দুপুরে সে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসার প্রস্তুতি নিচ্ছিল। দুপুর ১২টার দিকে বাড়ীতে তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত তার বাড়ীতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে মৃত সোহেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বুধবার সকালে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে সবগুলো নমুনা বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছে।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest