ঝিনাইদহে একজন চিকিৎসকসহ নতুন আক্রান্ত- ৪

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৯, ২০২০

ঝিনাইদহে একজন চিকিৎসকসহ নতুন আক্রান্ত- ৪
মাহমুদুর রহমান, ঝিনাইদহ :
ঝিনাইদহে জেলায় মোট ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,আজ শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৭ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪ জনের রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকি অন্য ৪৩ জনের নেগেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালের এক চিকিৎসকসহ দুই জন ও কোটচাঁদপুর উপজেলাতে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিদের সকলের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বলেন, ঝিনাইদহ এতদিন করোনামুক্ত থাকলেও এখন রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত সকলের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে।
এঘটনার পর থেকে জেলা পুলিশসহ আইনশৃখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল অনেকাংশে কমে গেছে। জেলা বাসির মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।
তবে আতঙ্কিত না হয়ে সকলকে নিজ ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest