নোয়াখালীতে আক্রান্ত ১২৭জন, নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

নোয়াখালীতে আক্রান্ত ১২৭জন, নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে
বুরহান উদ্দিন মুজাক্কির, কোম্পানীগঞ্জ প্রতিনিধ:
আজ রোববার ( ১৭ মে ২০২০) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গত ১৫ও ১৬ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৬ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১০১ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে। নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব রয়েছে ২টি। একটি আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে অপরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৫জন আক্রান্ত হন, তার মধ্যে পূর্বে আক্রান্তের পরিবারের মধ্য থেকে ৪জন এবং রামুপুর ইউনিয়নে ১জন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest