শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃদেশব্যাপী বিরাজমান করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) দুর্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার ৭৮৪ টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়৷ পাতারহাট সরকারি আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সম্মানিত সাংসদ জনাব পংকজ নাথ এমপি৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজ-উল আলম লিটন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ; জনাব আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেয়র, মেহেন্দিগঞ্জ পৌরসভা; জনাব আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ; ও জনাব রওমান বিনতে শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭৮৪ টি মসজিদের ইমাম ও সভাপতিগণের আনন্দঘন উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ প্রত্যেক ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা ইউনিয়নভিত্তিক বুথের দায়িত্ব পালন করে পবিত্র ঈদুল ফিতরের অব্যবহিত পূর্বের দিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ শুভেচ্ছা উপহার সম্মানিত ইমাম সাহেবদের হাতে তুলে দেন৷ উপস্থিত স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং সাংবাদিকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন।