সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাহমুদুর রহমান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও গণজমায়েত বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার হাজী মোড় ও কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল।

অভিযানে ৫ জন মোটরসাইকেল চালককে ১৩ শ’ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া গণজমায়েত রুখতে কঠোরভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল জানায়, মহামারী করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জনসচেতনতার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest