ঝিনাইদহে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের বাসস্থান নির্মান ও ত্রান সহায়তায় র‌্যাব-৬

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

ঝিনাইদহে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের বাসস্থান নির্মান ও ত্রান সহায়তায় র‌্যাব-৬
মাহমুদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ র‌্যাব-৬ এর পক্ষ থেকে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের বাসস্থান মেরামতে সহায়তা ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ঝিনাইদহের ৬টি উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরন করেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মাসুদ আলম। তিনি জানান, র‌্যাব-৬ এর সিও স্যারের নির্দেশে র‌্যাবের সিপিসি ২ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে ঝিনাইদহ সদর ও অন্যান্য উপজেলাতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান ও বসত ভিটা নির্মানে সহায়তা প্রদান করা হয়। এখন পর্যন্ত প্রায় ৫০০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা আমরা দিয়েছি। এছাড়াও ঝড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়া বসত বাড়ি মেরামতের জন্যেও আমরা নগদ অর্থ সহায়তা দিচ্ছি। ঘুর্নিঝড় আম্ফানে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের কুলচারা মসজিদের ইমাম সুরোপাড়া গ্রামের মোঃ নুরুল হুদা জানান ঝড়ে তার বসত বাড়িটি সম্পুর্নভাবে ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। র‌্যাব আমার এই করুন পরিস্থতির খবর জানতে পেরে আমার বাড়িতে এসে বসত ঘরটি মেরামতের জন্য নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে গেছে। এখন অন্তত র‌্যাবের এই সহযোগিতার কারনে ঘরটি নির্মান করে স্ত্রী ও মেয়েদের মাথা গুজার একটা ঠাই হলো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest