নোয়াখালীর সেনবাগে আরো ৩ জনের করোনা সনাক্ত,মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-২৯ জনে,মারা গেল-৪ জন

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

নোয়াখালীর সেনবাগে আরো ৩ জনের করোনা সনাক্ত,মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-২৯ জনে,মারা গেল-৪ জন
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ ৩১ মে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের জেসমিন আক্তার (৪০), বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সাইফুল ইসলাম সুজন (২৯) ও সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামে দিদার হোসেন (৩২)। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান। এর আগে গত শুক্রবার ওই ৩ জনের জর, শর্দি, কাশি ও গলা ব্যাথা হলে তারা করোনা পরীক্ষার জন্য সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে। এরপর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার পর শুক্রবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে হাসপাতালে পিসিআর ল্যাব থেকে বিষয়টি সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। এরপর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের নির্দেশনায় সকাল থেকে পর্যায় ক্রমে ওই ৩টি বাড়ি লকডাউন ঘোষনা করে এবং করোনায় আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে। বাড়ি উপজেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা ডাক্তার নির্ময় পাল, স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হক ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ জামাল উদ্দিন প্রমুখ। এই নিয়ে সেনবাগে করোনায় সংক্রমিত হয়েছে ৩২ জন। এরা হলেন- ১। আওয়ামীলীগ নেতা ভিপি আবু নাছের দুলাল, ২।তার স্ত্রী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার মিতা ৩। ঠিকাদার মোঃ নুরবনী, ৪। উত্তর শাহাপুর গ্রামে করিম বক্স /মকবুল মিস্ত্রী বাড়ির মোজাম্মেল হোসেন, ৫।শামছুন নাহার, ৬। শারমিন আক্তার ৭। সহিদ উল্যা, ৮।কাদরা ইউপি’র তাহেরপুর গ্রামের মমিনুল ইসলাম, ৯। সেনবাগ পৌরসভার অফিস সহায়ক জয়নাল আবদিন প্রকাশ ফকির আহম্মদ, ১০। পূর্বালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের ও তার ভাই ১১। আবু তাহের প্রকাশ ইমরান, ১২। গৃহীনী উম্মে কুলসুম, ১৩। জুটমিল শ্রমিক মোঃ ইয়াছিন প্রকাশ রুবেল, ১৪।কাপড় ব্যবসায়ী রিপন, ১৫। ফারুক, ১৬। এনাম, ১৭। খুরশিদ আলম বাবলু, ১৮।সাইফুল ইসলাম ১৯। আবুল হাশেম , ২০। ছাতারপাইয়া ইউপি’র ও একই গ্রামের ওলি কোম্পানীর বাড়ির মর্জিনা আক্তার , ২১। ফিরোজা আক্তার , ২২। তৌহিদুল ইসলাম পাপ্পু,২৩। রিনা সুলতানা নুপুর ২৪। রফিকুল ইসলাম ২৫। ডমুরুয়া ইউপি’র অশঃদিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ২৬।ছফুরা বেগম, ২৭। সফিউর রহমান, ২৮। আবদুল মান্নান,ও তার ছেলে ২৯। সাইফুল ইসলাম। এরই মধ্যে মারা গেছে ২৪ মে ঈদের আগের দিন রবিবারে করোনা উপসর্গ নিয়ে ছাতারপাইয়া ইউপি’র ওলি মিয়া কোম্পানী ,করোনায় আক্রান্ত হয়ে ছাতাপাইয়ার গ্রামের ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তা আবদুল মান্নান,কেশারপাড় ইউপি’র উন্দানিয়া গ্রামের রাজমিস্ত্রী আলী আক্কাস ও কাবিলপুর ইউপি’র দক্ষিন শাহাপুর গ্রামের এসিআই কোম্পানীর নোয়াখালী এরিয়া ম্যানাজার সফিকুল আজম সুজন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest