ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০
এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধিঃ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শার মাঠপাড়া গ্রামের আব্দুস সোবাহান এর ছেলে রাজু হোসেন নামে এক গ্রাহকের হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ।
সোমবার (১ জুন) রাতে উদ্ধারকৃত মোবাইল ফোনটির প্রকৃত মালিক রাজুর নিকট ফোনটি হস্তান্তর করে শার্শা থানা পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গ্রাহকের অভিযোগের বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযান চালানো হয়। এসময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি এক ব্যক্তি কিনলে, তার কাছ থেকে উদ্ধার পূর্বক ফোনের প্রকৃত মালিক রাজুকে থানায় ডেকে এনে, তাকে ফোনটি ফেরত দেওয়া হয়। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। শার্শা থানার অধীনে কোন জনসাধারণ সমস্যায় পড়লে, আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে তা সমাধানের জন্য পদক্ষেপ নেব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST