খুলনার সাংবাদিক তপন পাল করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

খুলনার সাংবাদিক তপন পাল করোনায় আক্রান্ত
গোলাম মোস্তফা খান,খুলনা : সাংবাদিক তপন পাল (৩৫) খুলনার পাইকগাছায় প্রথম করোনায় আক্রান্ত হলেন। সে কপিলমুনি ইউপির নাছিরপুর গ্রামের বাবুরাম পালের ছেলে। তপন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার কপিলমুনি প্রতিনিধি হিসেবে কর্মরত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন, কয়েকদিন পূর্বে তপন পাল করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্টে পজেটিভ ধরা পড়ে। এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার ও ওসি মোঃ এজাজ শফী সাংবাদিকের বাড়ীতে যেয়ে আশপাশ এলাকা পুরো লকডাউন করে দেন। বর্তমানে তপন পালকে নিজ বাড়ীতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest