গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনার কয়রা সদরে ঝড় আম্ফানে ব্যাপক এলাকা নিয়ে ওয়াপদার ভেড়িবাঁধ ভেংগে যায়।হাজার হাজার পরিবার পানির মধ্যে খোলা আকাশের নিচে গবাদিপশু নিয়ে মানবেতর জিবনযাপন করতে থাকে। বাঁচতে সরকারের কাজের আশায় বসে না থেকে বয়েকদিন যাবৎ দিনরাত ভাটার সময় হাজার হাজার গ্রামবাসি স্বেচ্ছাশ্রমের মাধ্যেমে কাজ করে বাঁধ আটকিয়ে পানি মুক্ত করতে সক্ষম হয়। বাঁধ নির্মান শেষ করতে পারায় কাজে অংশ নেয়া হাজার হাজার গ্রামবাসি উল্লাশে ফেটে পড়ে, ছবিতে তারই একটি অংশ।উল্লেখ্য বিগত অাম্ফান ঝড়ে খুলনার দাকোপ, কয়রা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেষে গেছে হাজার হাজার চিংড়ি ঘের, পুকুর। ঘরবাড়িও মাটির সাথে মিশে গেছে। যা সেনাবাহিনীর তত্বাবধানে পূনঃগঠনের কাজ চলছে এবং আগামীতে বেড়ীবঁাধ নির্মানের কাজও চলবে।