বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধার

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধার

এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৯৭ বোতল ফেন্সিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে।

আহত রহমত বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ জুন) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর বালুর মাঠে এ ঘটনাটি ঘটে।

আহত রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

দৌলতপুর বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়। এসনয় বিজিবি আত্মরক্ষার্থে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest