মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সরকারের নির্দেশ অমান্য করে অধিকাংশ এনজিও’র মাঠ কর্মীরা ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য মাঠে নামার অভিযোগ উঠেছে। ফলে এখনও কাজে যোগদান করতে না পারায় ঋণ গৃহীতা দিনমজুর পরিবারের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয় কয়েকজন ঋণ গৃহীতা অভিযোগ করে বলেন, করোনা থেকে বাঁচতে চরম আতঙ্কের মধ্যে একদিকে আমরা যেমন কর্মহীন হয়ে পড়েছি, তেমনি করোনা থেকে নিজেদের বাঁচাতে সরকারের নির্দেশে ঘরে থেকে মানবেতর জীবন যাপন করছি। এরই মধ্যে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এনজিও’র মাঠকর্মীরা কিস্তির টাকার জন্য চাঁপ প্রয়োগ করে আসছে। নাম প্রকাশে অনেকেই জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে আমাদের আয়-রোজগার নেই বললেই চলে। তাই কিস্তির টাকা এখন কিভাবে দিবো বিষয়টি মাঠকর্মীদের বার বার বলা সত্বেও তারা তা মানছেন না। এদিকে কয়েকজন এনজিও কর্মীদের সাথে আলাপকালে তারা জানান, কেউ যদি স্ব ইচ্ছায় কিস্তির টাকা দিতে চায় তা নেয়া হচ্ছে। তাছাড়া ঋণ গ্রহীতাদের টাকা আদায়ে কোন জোর করা হচ্ছেনা।