গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে (হাই স্কুলের পাসে) ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ধর্ষিতার চাচাকে আসামি করে থানায় এ মামলা করেন শিশুটির পিতা। সে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রি। ঘটনায় অভিযুক্ত চাচা হাইদুল ইসলাম (৪৫) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়; শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুর পিতার আপন চাচাতো ভাই ৩ সন্তানের জনক হাইদুল ইসলাম (৪৫) কৌশলে আনুমানিক ৫ গজ দূরত্বে তার বাড়ির ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে শারীরিক নির্যাতনপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। শনিবার সন্ধ্যায় শিশুটি কাঁদতে কাঁদতে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির পিতা মাতা আত্মসম্মানের কারণে পারিবারিকভাবে ঘটনাটি চাপা দেয়া চেষ্টা করেন। কিন্তু সন্ধ্যায় শিশুটি শরীরে ব্যথা অনুভব করে কাঁদতে থাকলে রাত ৯টার দিকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তারের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি থানা পুলিশ অবগত হয়ে হাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান। আজ সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। এদিকে আজ সোমবার বিকেলে খুলনার এএসপি (সার্কেল) সজীব খান ও থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব ঘটনা স্থল পরিদর্শন করেন। শিশুটির বাবা বলেন, ‘আসামি আমার আপন চাচাতো ভাই। কীভাবে সে এমন কাজ করল, ভাবতেই পারছি না।’ এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান; বিষয়টি জানাজানি হলে রোববার রাতে অভিযুক্ত হাইদুল ইসলামকে আটক করা হয়। ঘটনা উল্লেখ করে ৫৪ ধারায় আসামিকৈ জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে দায়েরকৃত মামলায় তাকে আসামি করা হয়েছে।