ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৫নং অর্জুনতলা ইউনিয়নে গরীবের বন্ধু নামে খ্যাত এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম মনিরুল ইসলাম মানিক (৩৮)। বুধবার (১০ জুন)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনিরুল ইসলাম মানিক উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত মাষ্টার নুর ইসলামের ছেলে বলে জানা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান জানান, মানিকের শরীর থেকে গত ১ জুন নমুনা সংগ্রহ করার পর ৫ জুন তার করোনা পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
গরীবের বন্ধু ডাঃ মানিকের অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST