বাংলাদেশ বিমান বাহিনীর জংগী বিমান কর্তৃক আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০

বাংলাদেশ বিমান বাহিনীর জংগী বিমান কর্তৃক আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে (VGD-2) বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ০৩-০৬-২০২০ তারিখে শুরু হয়েছে। মহড়াটি আগামী ১৫-০৬-২০২০ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল ০৮০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ১৭৩০ ঘটিকা পর্যন্ত চলবে। ১৩ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি গত ১১-০৬-২০২০ তারিখে উক্ত মহড়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবীর সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest