নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণের মামলা ও পরিবারের দায়িত্ব নিলেন-উপজেলা ছাত্রলীগ সভাপতি রিগান!

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

নোয়াখালীতে প্রতিবন্ধী  ধর্ষণের মামলা ও পরিবারের দায়িত্ব নিলেন-উপজেলা  ছাত্রলীগ সভাপতি রিগান!

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের হতদরিদ্র বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ১০ জনের জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সেনবাগ সহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উক্ত ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করলেও বাকি ৭ জনকে অভিযোগ পাওয়ার ৬ দিনেও গ্রেফতার করতে পারেনি সেনবাগ থানা পুলিশ।

এদিকে উক্ত গণধর্ষণের মামলা ও পরিবারের দায়িত্ব নিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান। আজ ধর্ষিতার মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়ীতে যায়।
ফিরোজ আলম রিগান জানান, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ইতিমধ্যে আইনজীবী এডভোকেট শাহজাহান সাজুর সাথে কথা বলেছি তিনি বলেছেন এই মামলায় তিনি আইনজীবী হিসেবে লড়বেন এবং এই পরিবারের আর্থিক অবস্থা এতোটাই খারাপ যা বলার অপেক্ষা রাখেনা। আমি কথা দিচ্ছি, এই মামলার যাবতীয় ব্যায়ভার এবং এই পরিবারের দায়িত্ব আমি নিজ হাতে নিলাম।

উল্লখ্য যে,গত ৬ জুন সকাল ৯.৩০ মিনিটে সেনবাগের উত্তর মানিকপুর গ্রামে এই প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন ১০ জন যুবক। ঘটনার ৫ দিন পর সেনবাগ থানা পুলিশ তৎপর হয়ে তিনজনকে গ্রেফতার করেন। বাকি ৭ জন এখনো পর্যন্ত ধরা ছোয়ার বাহিরে রয়ে গেলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest