ফকিরহাটে চাদাবাজি বন্ধে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ রয়েছে তৎপর

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

ফকিরহাটে চাদাবাজি বন্ধে কাটাখালী হাইওয়ে থানা  পুলিশ রয়েছে তৎপর

মোঃ সাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কাটাখালী
হাইওয়ে থানা পুলিশ তৎপর রয়েছে।কাটাখালী হাইওয়ে থানা পুলিশ
পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন গুলোর সাথে এক সভার
মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল
ইসলাম বলেন,স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে
মহাসড়কে চাঁদাবাজদের নিয়ন্ত্রনে হাইওয়ে থানা পুলিশ কাজ করছে।
যেকোন স্থানে যেকোন ব্যক্তি বা গোষ্টি কারো নাম করে কোন প্রকার
চাঁদাবাজি করলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করেন।
তাছাড়া মাইকিং এর মাধ্যমে কাটাখালী মোড়,খুঁদির বটতলা
মোড়,নওয়াপাড়া মোড়,ফকিরহাট বিশ্বরোড মোড়,ফয়লা মোড়, ভাগা
মোড় ও দ্বিগরাজ এলাকা সহ বিভিন্ন যানবাহন ষ্টপেজে ষ্ট্যাটার ও
চাঁদাবাজদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন উপায়ে মহাসড়কে
চাঁদাবাজি রোধে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নিরলসভাবে কাজ
করে যাচ্ছে। তিনি আরো বলেন, মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি
সহ্য করা হবে না। সব ধরনের চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান
অব্যাহত থাকবে।
ইতিপূর্বে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কর্মকান্ড সুনাম
কুড়িয়েছে।করোনাকালীন সময় অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রকার
সহায়তা প্রদান করেছে।তাছাড়া ঘূর্নিঝড় আম্পানে গাছ উপড়ে
সড়কে পড়ে যা সূর্যের আলো পূর্নাঙ্গভাবে উঠার আগেই হাইওয়ে
থানা পুলিশের সদস্যরা কেটে সরিয়ে ফেলেছিল।মহাসড়কে চাদাবাজি

বন্ধ হলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছে সচেতন মহল।এবং
এই ধারা অব্যাহত রাখার দাবীও জানিয়েছেন সচেতন মহল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest