ফকিরহাটে মৎস্য ঘের জোর দখলের চেষ্টা,বাধা প্রদানে হামলা

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

ফকিরহাটে মৎস্য ঘের জোর দখলের চেষ্টা,বাধা প্রদানে হামলা
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ভোগ দখলীয় মৎস্য ঘের জবর দখলের চেষ্টা করে এক দল দূর্বৃত্ত।জানা যায় গত ১৪ই জুন রবিবার সকালে উপজেলার লখপুর ইউনিয়নের (উত্তরপাড়া) শিয়ালডাঙ্গা এলাকায় আতিয়ার রহমানের ভোগ দখলীয় মৎস্য ঘেরে তার ভাতিজা জাকারিয়া শেখ (১৮) ও শামীম (৪২) একত্রে ঘেরে মাছের পোনা ছাড়তে যাই।এসময় একদল দূর্বৃত্তরা আতিয়ার শেখ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ঘের থেকে চলে যাবার হুমকি দিয়ে বলে এই ঘের এখন থেকে আমরা ভোগ দখল করবো,এই ঘেরে মাছ ছাড়তে আসিস কেনো? এখান থেকে চলে যা।তখন আতিয়ার রহমান প্রতিবাদ করলে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।এতে গুরুতর জখম হয় আতিয়ার রহমান, জাকারিয়া শেখ এবং শামীম।গুরুতর আহতদের ভিতর আতিয়ার রহমান ও জাকারিয়া শেখকে পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দেয় এবং শামীমকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যায়।পরে এলোপাতাড়ি পিটিয়ে জীবন নাশের হুমকি দেয়,আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী টের পেলে সটকে পড়ে দূর্বৃত্তরা।আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।এব্যাপারে ফকিরহাট মডেল থানায় সাতজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-৭ তাং-১৬-০৬-২০২০। আসামীরা হলেন,উপজেলার লখপুর ইউনিয়নের মৃতঃ ঈসমাইল এর ছেলে মোহাম্মাদ শেখ (৬২),একই এলাকার বিল্লাল (৪৩), কামাল শেখ (৪০),আবু মুছা শেখ (৩৬),ঈছা শেখ (৩৬) উওয় পিতা মৃতঃ হারেজ শেখ।,মৃতঃ ফজর আলীর ছেলে রফিক শেখ (৪৫),মোহাম্মাদ শেখ এর ছেলে মাছুম শেখ (৩০)। এব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনামের সাথে কথা হলে তিনি বলেন,বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আইতায় আনা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest