ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
মোঃ সাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি :
আলোকিত সময়ে ফকিরহাটে এস আই মিজান
এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ’’ শিরোনামে সংবাদ প্রকাশের পর
ফকিরহাট মডেল থানার এস আই মিজান ক্লোজড। সংবাদ প্রকাশের পর
পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নজরে আসলে তা আমলে নিয়ে এস আই
মিজানকে ক্লোজড করা হয়েছে। উল্লেখ্য গত ২২ শে জুন সোমবার
উপজেলার আট্রাকী গ্রামের বাসিন্দা বিনা বেগম ফকিরহাট মডেল থানায়
তার স্বামী বাবুল শেখ এর বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। যার
মামলা নং-১১। অভিযুক্ত আসামী উপজেলার সদর ইউনিয়নের সাতসৈয়া
গ্রামের রয়িজ উদ্দিন এর ছেলে বাবুল শেখ। মামলার বাদী বিনা বেগমের
বাড়িতে তদন্তে আসে এস আই মিজান।পরবর্তীতে এস আই মিজান
মামলার বাদি বিনা বেগমের থেকে টাকা দাবী করে ও অসদ আচরণ করে।
নিরুপায় হয়ে বিনা বেগম পাশের বাড়ি থেকে ধার করে ১০০০ টাকা এনে
দেই এস আই মিজানকে। পরে গনমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করলে মামলার
বাদীকে থানায় ডেকে ঘুষের টাকা ফেরত দেয়। এদিকে ঘূষখোর এস আই
মিজানকে ক্লোজড করায় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ
জানিয়েছে ফকিরহাটের সাধারণ মানুষেরা।সেই সাথে স্বস্তি প্রকাশ
করেছেন তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST