দাকোপে আম্ফান সাইক্লোনে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ব্র্যাকের ৪৫ লক্ষ টাকা বিতরন।

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

দাকোপে আম্ফান সাইক্লোনে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ব্র্যাকের ৪৫ লক্ষ টাকা বিতরন।

গোলাম মোস্তফা খান,দাকোপ, খুলনা। কোবিড ১৯ করোনায় বিশ্বের প্রায় ২১৩ টি দেশ আক্রান্ত। দেশের অর্থনীতির চাকা যখন বিফল ঠিক তকন আম্ফান সুপার সাইক্লোনে মানুষের মাথা গোজার ঠাই টুকু লন্ডভন্ড হয়ে যায়।অসহায় দরিদ্রমানুষের মাথা গোজার ঠাই পুনরায় মেরামত ও পূনঃ নির্মানের জন্য ব্র্যাক খুলনার দাকোপ উপজেলায় ৯০০ জনের প্রায় ৪৫ লক্ষ টাকা গরীব পরিবারের হাতে তুলে দেয়। এ সহায়তার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ। আর উপরে উল্লেখিত কথাগুলো বলেন ব্র্যাকের দুর্যোগ ব্যাবস্থাপনা কোঅর্ডিনেটর ও শাখা ব্যাবস্থাপক মোঃ ওহেদুল ইসলাম,সাথে ছিলেন মোক্তার ছ,চম্পা রাণী সরকার,তরুন বিশ্বাস,তাজামুল ইসলাম,ইকবাল হোসেন,তারেক,আরিফুজ্জামান,জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও দিক নির্দেশনা দেন মোঃ এনামুল ইসলাম এরিয়া ম্যানেজার ও আবু সাঈদ বিডিসি খুলনা। দাকোপ,খুলনা


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest