ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোঃসাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোডেক এর উদ্দোগে আজ সোমবার (২৯জুন) পিকেএসএফ এর “কর্মসূচি সহায়ক তহবিল” এর আওতায় কোডেক ফকিরহাট এরিয়ার লখপুর এবং কাজদিয়া শাখার অতিদরিদ্র সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদেরকে বৃত্তি প্রদান করা হয়।
ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আশীষ কুমার নন্দী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব পিন্টু রঞ্জন দাস ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ম্যানেজার জনাব শেখ হাসানুর রহমান। এছাড়াও কোডেক এর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে নয়জন ছাত্র/ছাত্রীকে ১২০০০/= টাকা করে মোট ১০৮০০০/= টাকা বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন যে, “এই মহামারী করোনাভাইরাসের মধ্যেও কোডেক তার সদস্যদের পরিবারের জন্য মহতি কাজ করে যাচ্ছে তার জন্য সাধুবাদ জানাই ” এবং এই কাজ যেন ভবিষ্যতে আরো ব্যাপকভাবে চলতে পারে তার আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি সমাপনি বক্তব্যে সবাইকে নিরাপদে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest