দাকোপের বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা শিব পদ পোদ্দারের মৃত্যুতে দাকোপে শোকের ছায়া।

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

দাকোপের বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা শিব পদ পোদ্দারের মৃত্যুতে দাকোপে শোকের ছায়া।

গোলাম মোস্তফা খান,খুলনা। ৮০ দশকের ছাত্রনেতা,দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,দাকোপ উপজেলা আওয়ামীলীগনেতা, সাবেক জনপ্রতিনিধি,চালনাবাজারের বিশিষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী,সদালাপী,লেখক শিব পদ পোদ্দারের মৃত্যুতে গোটা দাকোপে শোকের ছায়া নেমে এসেছে। করোনার লক্ষন নিয়ে কয়েকদিন ভুগছিলেন গতরাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার উন্নতি না অবনতি হতে থাকে আজ বৃহস্পতিবার বেলা ১০টায় মারা যায়। শিব পোদ্দারের মৃত্যুতে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান্যান শেখ হারুনুর রশিদ,সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী,সাবেক এমপি ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলি খান,সাবেক চেয়ারম্যান ও দাকোপ আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,চেয়ারম্যান শেখ আব্দুল কাদের,এ্যাডঃ জিএম কামরুজ্জামান,মেয়র সন্ত কুমার বিশ্বাস,সাবেক মেয়র ড.অচিন্তিত্য কুমার মন্ডল সহ দাকোপ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,এছাড়া পৃথক এক বিবৃতিতে গভির শোক ও সমবেদনা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক সিনিয়র আওয়ামীলীগনেতা শিব পোদ্দারের,যাকে ছাড়া একদিনও কাটতো না বাল্যবন্ধু প্রয়াত বাবু শিব পদ পোদ্দারের ৮০ দশকে ছাত্ররাজনিতীতে সহযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রয়াত পোদ্দারের পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা জানিয়েছেন। শিব পোদ্দারের একমাত্র ছেলে প্রকৌশলী ও একমাত্র মেয়ে এমবিবিএস পড়াশুনা করছে। মৃত্যুতে শুক্রবার চালনাবাজারের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন বলে ব্যবসায়ী সমিতির সভাপতি ও নেতা গৌতম সাহা জানিয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest