ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
শফিকুর রহমান (কলারোয়া) সাতক্ষীরা : –
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নূরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি মজুমদারের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি হিরো হাঙ্ক মোটরসাইকেল জব্দ করে ।
এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি এবং জব্দ কৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলটি কলারোয়া থানায় প্রেরণ করা হবে বলে জানা গেছে ।
বিজিবি ‘র কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST