খুলনায় করোনায় মারা গেলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার খান।

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

খুলনায় করোনায় মারা গেলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার খান।

গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৯) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হলো।

গোলাম সারোয়ার খানের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ-আল-আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।সারোয়ার খান এ-র আগে দা’কোপ উপজেলায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় যাবৎ সিএ হিসাবে চাকরি করেছেন।

মরহুমের ছেলে কেএম সাদিক হাসান সানি বলেন, আমার বাবার ৪ জুলাই করোনার রিপোর্ট পজিটিভ আসে। খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গোলাম সারোয়ার খানের মৃত্যুতে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি খুলনা জেলা শাখা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest