ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির,
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায়
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার আলীপুরের বিবি আয়েশা লিপি, আবুল কালাম জহির, জমিদারহাট এলাকার ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর আলীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও আবুল কালাম জহিরকে এবং উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে আটকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST