ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০
মোঃকাওছার হোসেন
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের সবুজ চাপরাশির হাঁসের খামারে রোববার রাতে দুর্বৃত্তরা খাবারের সাথে বিষ প্রয়োগ করে। বিষাক্ত খাবার খেয়ে দুই শতাধিক হাঁসের মধ্যে অর্ধেকের বেশি হাঁস মারা যায়। বাকী হাঁসগুলো অসুস্থ্য হয়ে পরেছে। সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাঁস খামারের মালিক সবুজ চাপরাশির স্ত্রী রাজিয়া বেগম জানান, কয়েকটি এজিও ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে ৬ মাস পূর্বে বাড়ির পাশে হাঁসের খামার করেন। খামারে দুই শতাধিক হাঁস ছিল। প্রতি দিনের ন্যায় রোববার সন্ধ্যায় খামার বন্ধ করে বাড়িতে যান। রাতের আঁধারে দুর্বৃত্তরা খামারের ইস্টিলের নেট বেড়া কেটে খাবারের সাখে বিষ প্রয়োগ করে। ওই বিষাক্ত খাবার খেয়ে অধিকাংশ হাঁস মারা যায়। সোমবার সকালে খামারে হাঁসরে খাবার দিতে গিয়ে দেখেন খামারের মধ্যে অধিকাংশ হাঁস মরে রয়েছে। বাকী হাঁস অসুস্থ্য হয়ে কাতরাচ্ছে। শেষ সম্বল হারিয়ে পাগল প্রায়।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের চিহিৃত করতে অনুসন্ধান চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST