ঈদে আসছে তানহা-তন্ময়ের ‘পানওলি’

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

ঈদে  আসছে তানহা-তন্ময়ের  ‘পানওলি’

মারুফ সরকার , বিনোদন প্রতিনিধি : সম্প্রতি তিনশ ফিটের হোয়াইট হাউজে চিত্রায়ণ হয়েছে মিউজিক ভিডিও ‘পানওলি’। গানটিতে কন্ঠ দিয়েছেন দর্শকপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ ও মুন। এতে প্রথমবার এক সাথে মডেল হয়েছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি ও তন্ময় সাবি। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন মাঈনুল হাসান খোকন। আসছে ঈদে মিউজিক ভিডিওটি সংগীতার ব্যানারে অবমুক্ত করা হবে।

তানহা মৌমাছি বলেন, প্রথমবার খোকন ভাইয়ের পরিচালনায় কাজ করলাম। গানের কথাগুলো চমৎকার। আমার বিশ্বাস দর্শক মিউজিক ভিডিওটি পছন্দ করবে।

তন্ময় বলেন, এক সাথে প্রথমবার চিত্রনায়িকা তানহার সাথে কাজ করলাম। পর্দায় দর্শক আমাদের চমৎকার রসায়ণ দেখতে পাবে। আমাদের নতুন মিউজিক ভিডিওটি দর্শক পছন্দ করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest