ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগমগঞ্জ থেকে বদলি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম।
ইতিমধ্যে তিনি বেগমগঞ্জ ত্যাগ করছেন। নতুন যোগ দিচ্ছেন ইউএনও শামছুন নাহার।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন সামছুন নাহার।
তিনি ২০১৬ সালে ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন।
পরবর্তীতে ২০১৯ সালের ১৫ই এপ্রিল আবারও পদোন্নতি পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন সামছুন নাহার। এরপর সর্বশেষ তিনি খাগড়াছড়ি সদর থেকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST