ঝালকাঠিতে বিএনপির নেতার মৃত্যুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

ঝালকাঠিতে বিএনপির নেতার  মৃত্যুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব শরিফ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই শুক্রবার জুমা নামাজ বাদ উপজেলার নবগ্রাম বাসস্টান্ড জামে মসজিদ সহ বেস কিছু মসজিদে মরহুমের এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান ।

০৯ জুলাই তারিখ বুধবার দিবাগত রাত ৩.২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়ির আঙ্গিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের নামাজে জানাজায় আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানের শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন আলেম সমাজ, জনপ্রতিনিধি, রাজৈনিতক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest