হাতিয়ায় সামাজিক সংগঠন আলোর মশালের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

হাতিয়ায় সামাজিক সংগঠন আলোর মশালের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাতিয়া প্রতিনিধি: ‘একটি সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যয়ে’ স্লোগান সামনে রেখে নোয়াখালী হাতিয়া উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সংগঠনের সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম (মালয়শিয়ায়), প্রধান আলোচক হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন, বিশেষ অতিথি হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ, স্থানীয় মেম্বার মোজাহের উদ্দিন, সোনালী ব্যাংক হাতিয়া শাখার অফিসার আকরাম হোসেন, আলোর মশালের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘সামাজিক অনিয়ম অবিচার দূর করতে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের সাথে নিয়ে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করায় আলোর মশালকে সাধুবাদ জানাই।’

প্রধান আলোচক এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, একটি আলোর কণা অনেক আলো জ্বালে। এভাবে আলোর মশালের আলো হাতিয়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এতে অনেক আলোকিত মানুষ তৈরি হব।’ এ সময় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এডভোকেট ফজলে আজিম তুহিনকে সমাজকর্মী সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে হাতিয়া উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সম্মেলন শেষে ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও গিয়াসউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest