কোম্পানীগঞ্জে নারীসহ ডাকাত দলের ৩সদস্য গ্রেপ্তার : লুন্ঠিত মোবাইল সেট উদ্ধার

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০

কোম্পানীগঞ্জে নারীসহ ডাকাত দলের ৩সদস্য গ্রেপ্তার : লুন্ঠিত মোবাইল সেট উদ্ধার

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক নারীসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (০২ আগষ্ট) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক বলেন, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে চরকাঁকড়ায় ডাকাতির ঘটনার পর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খালেদ ইবনে মালেকের সার্বিক তত্ত্বাবধানে তিনি (রবিউল হক) এবং মামলার তদন্তকারী অফিসার এসআই মাহফুজুর রহমান ঘটনার ক্লু উদঘাটন ও আসামীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির মোঃ আবুল কাশেমের ছেলে আবু তাহের (২৪), ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘর পোড়ার বাড়ির মৃত বজলের রহমানের ছেলে মোঃ জয়নাল আবেদীন বাহাদুর (৪০) এবং ফেনীর দাগনভূঁঞা উপজেলার বারাইগুনী গ্রামের শহীদুল ইসলাম মাসুদ প্রকাশ মাসুদ ডাকাতের স্ত্রী কহিনুর আক্তার (৩৫)।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ডাকাত আবু তাহের সোমবার (০৩ আগষ্ট) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া পপি নামের এক নারী স্বাক্ষী আদালতে আসামীদের চিহ্নিত করে জবানবন্দি দিয়েছেন। এরআগে আসামী বাহাদুরের ভাই জসিম ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজ ডাক্তারের বাড়িতে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে ডাকাতরা নগদ টাকা, কয়েকটি মোবাইল সেট ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য যে, নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest